Saturday, February 8, 2025
বাড়িরাজ্যনয় দফা দাবিতে সি আই টি ইউ মিছিল শহরে

নয় দফা দাবিতে সি আই টি ইউ মিছিল শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : ছাঁটাইকৃত কর্মচারীদের পুনর্বহাল করা, পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস করা, রেগা মজুরি ৬০০ টাকা এবং ২০০ দিনের কাজ বছরে নিশ্চিত করা সহ নয় দফা দাবিতে শুক্রবার সি আই টি ইউ রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। ভানু স্মৃতি ভবন থেকে একটি মিছিল সংঘটিত করে প্যারাডাইস চৌমুহনী, মেলার মাঠ সহ বিভিন্ন পথ পরিক্রমা করে অফিসলেন স্থিত শ্রম দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভে সি আই টি ইউ রাজ্য কমিটির সম্পাদক মানিক দে বক্তব্য রেখে সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, চাল, ডাল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য প্রতিদিন লাফিয়ে বাড়ছে।

অপরদিকে মানুষের আয় কমছে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সকলেই অভাব-অনটনে বিপন্ন হয়ে পড়েছে। শ্রমিক অংশের মানুষ দেশের সবচেয়ে বেশি আক্রান্ত শিকার। প্রতিদিন শ্রমিকরা কর্মহীন হচ্ছে। বর্তমানে রাজ্যে পঞ্চাশ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। চা শ্রমিকরা ৮০-৯০ টাকা মজুরি পাচ্ছে, আর এর বিরুদ্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও সেই নির্দেশ পালন করছে না সরকার। ইট ভাট্টাগুলি কয়লা কিনতে পারছে না। কয়লা কেনার জন্য সরকার সংগঠন তৈরি করেছে। এক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করছে। ফলে ইটভাটাগুলিতে ইটের অভাব দেখা দিয়েছে। এবং ঘর নির্মাণের জন্য যে টাকা দিচ্ছে সে টাকা অত্যন্ত কম। তাই ঘর নির্মাণে বেনিফিসারীরা বিপাকে পড়েছে। তাই দাবি করা হচ্ছে যাতে ঘর নির্মাণে সরকারের ভর্তুকি বাড়ানো হয়। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বহু অঙ্গনাওয়াড়ি কর্মী ছাঁটাই হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে অঙ্গনাওয়াড়ি কর্মীদের ছাঁটাই করা যাবে না, পুনর্বহাল করতে হবে।

কিন্তু সরকার কারো কথাই শুনছে না। সারা দেশকে একটা কর্মহীন ভারত করতে চাইছে। তাই বলা হচ্ছে কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে দেশ রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এর জন্য কোন ঝান্ডার প্রয়োজন নেই বলে জানান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দুদিন ধর্মঘট ডাকার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক সংগঠনগুলি। সেই ধর্মঘট পালন করতে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বুঝানোর দায়িত্ব নিতে হবে বলে কর্মী সমর্থকদের উদ্দেশে বললেন মানিক দে। তিনি আরো বলেন ঐক্যবদ্ধভাবে লড়াই করলে সরকারের দিশা ঘোরানো সম্ভব। বিজেপি কোন নৈতিক অধিকার নেই দেশ এবং রাজ্য পরিচালনা করার। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। প্রতিশ্রুতি পালন করছে না। তাই এই আন্দোলন আগামী দিনে আরও বেশি সুদীঢ় করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন একটি প্রতিনিধি দল বিক্ষোভের পর শ্রম দপ্তরের কমিশনের হাতে দাবি সনদ তুলে দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সি আই টি ইউ নেতা সমর চক্রবর্তী, তপন দাস, পাঞ্চালি ভট্টাচার্যী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য