Saturday, July 26, 2025
বাড়িরাজ্যসি পি আই এম -এর মারে আহত ৫ বিজেপি কর্মী

সি পি আই এম -এর মারে আহত ৫ বিজেপি কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি :  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো থেকে বাড়ি ফেরার সময় আক্রান্ত পাঁচজন বিজেপি কর্মী। থানায় প্রবেশ করেও রক্ষা হয়নি তাদের। পুলিশের সামনেই মার খেতে হলো বিজেপি কর্মীদের। এই ঘটনা সংঘটিত হয়েছে রবিবার রাতের বেলা। ঘটনা বিবরণে জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো থেকে নারায়ণপুর এলাকার বিজেপি কর্মীরা বাড়ি ফেরার সময় ভারতীয় বিদ্যাভবন স্কুলের সামনে যেতেই সি পি আই এম -এর দেড় শতাধিক কর্মী সমর্থক সিপিআইএম নেতা দেবাশীষ ভট্টাচার্যের নেতৃত্বে প্রানঘাতী আক্রমণ সংঘটিত করে। ঘটনাস্থল থেকে পালিয়ে বিজেপি কর্মীরা এয়ারপোর্ট থানায় গিয়ে প্রান রক্ষা করতে চাইলে পুলিশের সামনেই মারধর করে।

পরবর্তী সময় আহতদের মধ্যে তিন জনকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে এবং দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় আই এল এস হাসপাতালে। আহতদের মধ্যে গুরুতর অবস্থা প্রসেনজিৎ মল্লিকের। আহত সকলের মুখে ও মাথায় ছুরি সহ বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করা চিহ্ন রয়েছে বলে জানান এলাকার বিধায়ক ডাক্তার দিলীপ দাস। তিনি জিবি হাসপাতালে তাদের শারীরিক অবস্থা খোঁজখবর নিতে যান। এদিন পুলিশের বিরুদ্ধে বিধায়ক মুখ খুলে বলেন, পুলিশের সামনেই দুর্বৃত্তরা পিস্তল লাঠি সাটা নিয়ে ঘুরছে। এ বিষয়ে পুলিশকে বহুবার জানানো হয়েছে। এদিন রাতের বেলা এই ঘটনার পর পশ্চিম জেলার পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো থানার ওসিকে ফোন করার পর তিনি ফোন ধরেননি। সুতরাং তিনি এক প্রকার ভাবে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন নির্বাচনের প্রাক্কালে। এলাকায় পরিস্থিতি উত্তপ্ত। পুলিশ প্রশাসন নিয়মমাফিক আধা সামরিক বাহিনী মোতায়েন করলেও কতজনকে গ্রেফতার করতে সক্ষম হয় সেটাই এখন বড় বিষয়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!