Saturday, April 1, 2023
বাড়িরাজ্যকংগ্রেস এবং কমিউনিস্টরা বুঝে গেছে বিজেপির বিরুদ্ধে জিততে পারবে না: অমিত শাহ

কংগ্রেস এবং কমিউনিস্টরা বুঝে গেছে বিজেপির বিরুদ্ধে জিততে পারবে না: অমিত শাহ



আগরতলা, ১২ ফেব্রুয়ারি (হি.স. ):কংগ্রেস এবং কমিউনিস্টরা জোট করেছে যা একটি স্পষ্ট ইঙ্গিত, যে তারা বুঝে গেছে বিজেপির বিরুদ্ধে জিততে পারবে না। রবিবার ত্রিপুরার চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে বিজয় সংকল্প সমাবেশে কংগ্রেস এবং কমিউনিস্টদের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি কটাক্ষ করে বলেন, কমিউনিস্টরা অসংখ্য কংগ্রেস কর্মীকে হত্যা করেছে এখন তারা জোট করছে।এদিন তিনি তিপ্রা মথা কে ও নিশানা করেছেন।

অমিত শাহ এদিন আরও বলেন, বিগত ৫ বছর আগে তিনি যখন ত্রিপুরা পরিদর্শনে এসেছিলেন তখন মানুষ কমিউনিস্টদের ক্যাডার শাসনে বিরক্ত ছিল। ত্রিপুরার বিকাশের জন্য কমিউনিস্টরা কোনও কাজ করে নি। কিন্তু গত ৫ বছরে বিজেপি সরকারের আমলে ত্রিপুরায় শান্তি এসেছে। সাথে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী বছরে প্রধানমন্ত্রী মোদীর দেওয়া হীরা ফর্মুলা অনুসরণ করে ত্রিপুরাকে আরও সমৃদ্ধ করা হবে।এদিন তিনি কটাক্ষ করে বলেন, কমিউনিস্টরা অসংখ্য কংগ্রেস কর্মীকে হত্যা করেছে কিন্তু আজ তারা একটি জোট সরকার প্রতিষ্ঠিত করবে বলে লড়াই করছে। তিনি বিদ্রুপের সুরে বলেন, তারা সবাই এক এবং এরা শুধুমাত্র দুর্নীতিই করতে পারে। ত্রিপুরায় যদি উন্নয়ন হয়েছে, তবে তা বিজেপির ৫ বছরের শাসনেই সম্ভব হয়েছে বলেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ বহু বছর ধরে কংগ্রেসের শাসন দেখেছে, ২৭ বছর ধরে বামদের শাসন দেখেছেন। এই দুজন ত্রিপুরার উন্নয়নের জন্য, ত্রিপুরার গরীবদের জন্য, আদিবাসীদের জন্য কিছুই করেনি। ত্রিপুরার কোনও উন্নয়ন করে নি।

তিনি এও বলেন, কমিউনিস্টদের শাসন আমলে তারা কখনই আদিবাসীদের কল্যাণের কথা ভাবেনি। এখন তারা একজন আদিবাসীকে মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন দিয়ে মানুষকে বোকা বানাতে চাইছে। তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেস এবং কমিউনিস্টরা একটি জোট করেছে যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা বিজেপির বিরুদ্ধে জিততে পারবে না।

এদিন তিনি বলেন, জনগণ ত্রিপুরায় ‘কংগ্রেস,কমিউনিস্টরা আর তিপ্রা মথা থেকে পরিত্রাণ পেতে চাইলে এবার বিধানসভা নির্বাচনে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আনতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য