স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : রবিবার টি ওয়াই এফ -এর ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। রাজধানীর ছাত্র যুব ভবনে ধর্মনিরপেক্ষ বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা দাবিতে এদিন আওয়াজ তুলে সংগঠনের নেতৃত্ব। প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে এদিন প্রথমে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই সংগঠন প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু যুবক প্রান হারিয়েছে। তাই আজকের দিনটা অত্যন্ত প্রাসঙ্গিক। আর বলেন ২০১৮ বিভেদগামী শক্তি ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানান উপস্থিত নেতৃত্ব।