Sunday, January 26, 2025
বাড়িরাজ্যতিপ্রা মথার ইস্তেহারে গ্রেটার তিপ্রাল্যান্ডের উল্লেখ নেই, বুবাগ্রার এই স্খলন কি দিতে...

তিপ্রা মথার ইস্তেহারে গ্রেটার তিপ্রাল্যান্ডের উল্লেখ নেই, বুবাগ্রার এই স্খলন কি দিতে পারে: হিমন্ত


আমবাসা(ত্রিপুরা), ১২ ফেব্রুয়ারি (হি.স.): গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবী করা তিপ্রা মথা এবং তাদের সুপ্রীমো প্রদ্যোৎ কিশোর নির্বাচনী ইস্তেহারে গ্রেটার তিপ্রাল্যান্ড সম্পর্কে একটি শব্দও খরচ করেন নি। কারণ তিনি জানেন জনজাতিদের কল্যাণ করতে পারে কেবলমাত্র বিজেপি সরকার। আর সেজন্য বুবাগ্রার প্রতারণা প্রমাণিত হয়েছে ইস্তেহারে। রবিবার ৪৪ রাইমাভ্যালি কেন্দ্রের বিজেপি প্রার্থির সমর্থনে আয়োজিত জনসভায় এ কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ।

এদিন প্রধান বক্তার ভাষণে হিমন্ত বলেন, রাজ্যে জাতি জানজাতি সহ সমাজের সকল অংশের মানুষের সামগ্রিক উন্নয়নে যদি কোন সরকার কাজ করে থাকে তাহলে সেই সরকার হচ্ছে বিজেপি সরকার। দলমত নির্বিশেষে ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার সকলের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিয়েছে। আর উন্নয়নের সেই প্রেক্ষাপটে বিজেপি ভোট চাইছে। যারা আলাদা রাজ্যের দাবী করছেন তারা নিজেদের ইস্তেহারে গ্রেটার তিপ্রাল্যান্ড কথাটি একবারও লিপিবদ্ধ করেন নি। তারা জনজাতিদের সঙ্গে প্রতারণা করেছেন। যারা জোট গঠন করেছেন তাদের মানুষ গণবর্জন করবেন। ২ মার্চ সেই ছবি পরিস্কার হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য