স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : শনিবার রাজ্যে জাতীয় লোক আদালত বসে। এইদিন সকাল ১০টা থেকে শুরু হয় লোক আদালতের কাজ। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসে। মোট ৫২ টি বেঞ্চে ৬,৬৬৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। তার মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩,৯৪৯ টি, এবং আদালতে বিচারাধীন ২,৭১৫ টি মামলা রয়েছে।
জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,১৪৯ টি মামলা, যান দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ২২৬ টি মামলা, জমি অধিগ্রহণ সংক্রান্ত ৩ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৮০০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ২,১৮০ টি মামলা, বৈবাহিক বিরোধের ১৮৩ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৮৫ টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৭ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়। এইদিন ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসে। এই বেঞ্চে ২৬ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে বলে জানান ত্রিপুরা রাজ্য আইন সেবা কতৃপক্ষের সদস্য সচিব দাতা মোহন জমাতিয়া। আগরতলা আদালত চত্বরে লোক আদালতের সবচেয়ে বেশি ১০ টি বেঞ্চ বসে। ত্রিপুরা রাজ্য আইন সেবা কতৃপক্ষের সদস্য সচিব দাতা মোহন জমাতিয়া আরও জানান জাতীয় আইন সেবা কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এইদিন লোক আদালত বসেছে। কম খরচে দ্রুত মামলা নিস্পত্তির জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।