Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যরেডক্রস সোসাইটি ভবনে ভার্চুয়াল অনুষ্ঠান

রেডক্রস সোসাইটি ভবনে ভার্চুয়াল অনুষ্ঠান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর : বৃহস্পতিবার আনন্দ গুজরাটের সর্দার প্যাটেল অডিটোরিয়ামে প্রি ভাইব্রেন্ট গুজরাট সামিট-২০২১ এর সূচনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিজেপি সদর আরবান কিষাণ মোর্চার উদ্যোগে রেডক্রস সোসাইটি ভবনে এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন প্রদেশ নেতৃত্ব।

ছিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা, কিষাণ মোর্চার সহ সভাপতি অভিজিৎ মল্লিক, সাধারন সম্পাদক সহ অন্যান্যরা। দেশের প্রধানমন্ত্রী কৃষকদের কল্যাণে চিন্তা ভাবনা করেন। কেবল কল্যানের চিন্তা ভাবনাই নয়। মাঠে উৎপাদিত ফসল কিভাবে সুরক্ষিত রাখা যায় এবং জৈবিক পদ্ধতিতে কিভাবে কৃষি কাজে অধিক মুনাফা অর্জন করা  যায় সেই বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি দুষিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তোরনের জন্য জৈবিক চাষ একমাত্র উপায়। তাঁর উপর বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে। ২৩ ডিসেম্বর এই সামিট হওয়ার কথা ছিল। কিন্তু তা পরিবর্তন করে বৃহস্পতিবার করা হয়েছে। রাজ্যের সমস্ত ব্লক ও জেলার পাশাপাশি আগরতলায় ভার্চুয়াল মাধ্যমে এই সামিটে অংশ নেয়  কৃষক ও কিষাণ  মোর্চা এবং বিজেপি-র প্রদেশ নেতৃত্ব বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য