Saturday, January 18, 2025
বাড়িরাজ্যদন্ত চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ

দন্ত চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি :  কদমতলা সামাজিক হাসপাতালে চলছে ভুতুড়ে কান্ড। হাসপাতালের দন্ত চিকিৎসক নন্দিতা দেবের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ। এমন কি হাসপাতালের এম ও আই সি সন্দীপ দেব খোদ অভিযোগ করছেন এই মহিলা চিকিৎসকের বিরুদ্ধে। জানা গেছে তিনি মর্জি মাফিক ডিউটি করে চলছেন। ডিউটিতে আসেন দুপুরবেলা। হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাউকেই তিনি পাত্তা দিতে নারাজ। সপ্তাহে দুই একদিন ইচ্ছে হলে ডিউটিতে আসেন অন্যথায় তিনি প্রায় প্রতিদিনই কর্তব্যে গাফিলতি করে চলেছেন বলে অভিযোগ হাসপাতাল ইনচার্জ সন্দীপ দেবের।

বৃহস্পতিবারও একই অবস্থায়। বেশ কয়েকজন রোগী দাঁতের ব্যাথা নিয়ে হাসপাতালে এসে কয়েক ঘন্টা বসে থাকার পরও এই গুণধর মহিলা চিকিৎসক হাসপাতালে আসেন নি। কর্মসংস্কৃতি নিয়ে দীর্ঘ পাঁচ বছর বিজেপি এবং আই পি এফ টি জোট সরকার ঢাক ঢোল পিটিয়েছে, কিন্তু ফিরেনি কর্মসংস্কৃতি। মন্ত্রী বাহাদুররা হাসপাতালে গিয়ে নিজ চোখে চাক্ষুষ করেছেন বহু অনিয়ম। কিন্তু নেওয়া হয়নি কোনো ধরনের কঠোর পদক্ষেপ সেসব কর্মীদের বিরুদ্ধে। যার ফলে ভুক্তভোগী আপামর জনগণ। আর নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রীরা যখন ব্যস্ত ভোট প্রচারে, তখন একাংশ গুণধর চিকিৎসক হাসপাতালে যাওয়ায় ছেড়ে দিয়েছে। বাড়িতে বসে মোটা অংকের বিনিময়ে রোগে পরিষেবা দিচ্ছে। আবার জনগণের অর্থ দিয়ে প্রতিমাসে মোটা বেতনও গুনছে। বাম আমল কিংবা রামামল সব আমলেই কর্মচারী নেতাদের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। মিলে না সঠিকভাবে পরিষেবা। যা আবারো অভিযোগ রূপে উঠে এসেছে কদমতলা সামাজিক হাসপাতাল থেকে। তবে এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের হুশ ফিরে কিনা, নাকি এভাবেই চলতে থাকবে স্বাস্থ্য ব্যবস্থার হাল হাকিকৎ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য