Wednesday, April 17, 2024
বাড়িরাজ্যত্রয়োদশ বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি থেকে ভোটগ্রহণ পর্ব শুরু

ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি থেকে ভোটগ্রহণ পর্ব শুরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : ৮০ ঊর্ধ্বে যে সমস্ত ভোটারেরা আছেন এবং যারা দিব্যাঙ্গন তাদের ভোটদানের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আবেদনের উপর ভিত্তি করে তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে কমিশনের একটি টিম। বাড়িতে বসেই ৮০ ঊর্ধ্বে এবং দিব্যাঙ্গনরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। একই রকম ভাবে দিব্যাঙ্গজনরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

 সেই মোতাবেক বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৮০ উর্ধ্বে এবং দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পক্রিয়া। সারা রাজ্যের সঙ্গে সদর মহকুমার অন্তর্গত ৮ টি বিধানসভা কেন্দ্রের ৮০ উর্ধ এবং দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে। যারা সুনির্দিষ্ট ফর্ম ১২ ডি- আবেদন পত্রে এই সুবিধা গ্রহণের জন্য আবেদন করেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে  ভোট গ্রহণ করছে ভোট কর্মীরা। এই ক্ষেত্রে প্রতিটি দলে রয়েছে দুইজন পোলিং অফিসার, একজন মাইক্রোঅবজারভার, ১ জন ভিডিও গ্রাফার এবং একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন। ভোট কর্মীদের দিক নির্দেশনা দেন সেক্টর অফিসার ও বি এল ও। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই ভাবে ভোট গ্রহণ করে দলটি। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানান  ৮০ উর্ধ্বে এবং দিব্যাঙ্গ ভোটারেরা। নিজ বাড়িতে বসে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশী তারা। শতায়ু মহিলাও এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে নিজ বাড়িতে থেকেই। ভোটদান শেষে প্রত্যেকেই নিজের অধিকার প্রয়োগের বিষয়টি হাতের আঙুল দেখিয়ে জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য