স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : আইনজীবীর পোশাক পরিধান করে ভোটাধিকার চাইলেন আইনজীবীরা। আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় গণতন্ত্র ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা করতে বামফ্রন্ট, কংগ্রেস ও মানবাধিকার মঞ্চের প্রার্থীদের জয়ী করতে রাস্তায় নেমে মিছিল সংঘটিত করে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানায় আইনজীবীরা।
আগরতলা আদালত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরে বিভিন্ন পদ পরিক্রমা করার পর গুরুজী কনফারেন্স হলের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক, ভাস্কর দেববর্মা সহ অনেকে। আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক জানান, আসন্ন বিধানসভায় নির্বাচনে কংগ্রেস বামফ্রন্ট ও মানবাধিকার মঞ্চ সহ বিভিন্ন গণতান্ত্রিক দল এক মঞ্চে এসে লড়াই করছে। তাদের মূল স্লোগান হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আসন্ন বিধানসভায় নির্বাচনে সকলে যাতে নিজে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দান করে তার জন্য আজকে এই কর্মসূচি। কারণ গত লোকসভা নির্বাচন, নগর সংস্হা নির্বাচন এবং উপভোটে দেখা গেছে মানুষের ভোটাধিকার বিপর্যস্ত করা হয়েছে। শুধু বামফ্রন্ট এবং কংগ্রেস কর্মীরাই ভোটদান থেকে বঞ্চিত হয়নি, বহু পুরনো বিজেপি কর্মী ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে মানুষকে। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় যাতে এই ধরনের পরিবেশ না থাকে তার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আজকে এই কর্মসূচি বলে জানান তিনি। এদিন মিছিলে বহু আইনজীবী অংশগ্রহণ করেন।