স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস রাজ্য পালন হয়। দিনটি যথাযথ মর্যদার সাথে পালন করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সৈন্য বাহিনী এবং মুক্তি যোদ্ধাদের কাছে পাকিস্থানের সেনা বাহিনী আত্ম সমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সৈন্য ও মুক্তি যোদ্ধাদের আত্ম বলিদানের মাধ্যমে পাকিস্থানকে পরাজিত করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। সেই সমস্ত ভারতীয় সৈন্য যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাঁদের এবং পরিবার বর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এমনটাই জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।
দেশ রক্ষার্থে সময় সময়ে জীবন উৎসর্গ করেছেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অপরিসীম ভূমিকা পালন করে জওয়ানরা। বৃহস্পতিবার লিচু বাগান স্থিত এলবার্ট এক্কা পার্কে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এলবার্ট এক্কাও এই যুদ্ধে শহীদ হন। পরবর্তীতে পরমবীর চক্র পান। এদিন এলবার্ট এক্কার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। পাশাপাশি বাংলাদেশে বাসীর প্রতি শুভেচ্ছা জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।