Thursday, January 16, 2025
বাড়িরাজ্যকমিউনিস্ট, কংগ্রেস পূর্বের মতো অরাজকতা আবারো ফিরিয়ে আনতে চাইছে : যোগী আদিত্যনাথ

কমিউনিস্ট, কংগ্রেস পূর্বের মতো অরাজকতা আবারো ফিরিয়ে আনতে চাইছে : যোগী আদিত্যনাথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : কংগ্রেস কমিউনিস্টদের সঙ্গে আঁতাত করে মানুষের নিরাপত্তা নিয়ে ছিনি মিনি খেলা খেলতে মাঠে নেমেছে। উন্নয়নকে তারা স্তব্ধ করে দেবে। তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। দেশ এখন বিকাশের রাস্তায় চলছে। তাই সেই বিকাশ কংগ্রেসের পছন্দ হচ্ছে না। দেশকে বিখন্ডিত করেছে কমিউনিস্ট এবং কংগ্রেস। রাজ্যের মানুষ কমিউনিস্টদের কুশাসন দেখেছে। এরাই এখন এই কুশানকে আরো ছড়িয়ে দিতে অরাজগতা তৈরি করছে বলে কটাক্ষ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী  আদিত্য নাথ।

 মঙ্গলবার উত্তর জেলার ৫৫ নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকরায় বড় আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প জনসমাবেশে এমনটাই বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী যাদব লাল নাথের সমর্থনে স্টার প্রচারক হিসেবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ এসেছেন। ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যকে বিকাশের অভিমুখে নিয়ে যাবে। একই সঙ্গে প্রদান করবে সুরক্ষা ও সমৃদ্ধি। তাই রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। মন রেগা, আয়ুষ্মান প্রকল্পের সুবিধা, কৃষি সম্মান নিধি যোজনা সমস্ত সুযোগ সুবিধা মানুষের মিলছে। আর এটাই সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের সরকার। ত্রিপুরার মানুষ কমিউনিস্টদের শাসক এবং তাদের অরাজকতা দেখেছে। এবং তারা ত্রিপুরাকে যে সংকটের মুখে ঠেলে দিয়েছিল তার থেকে ত্রিপুরা রেহাই পেয়েছিল। কিন্তু আসন্ন নির্বাচনে পুনরায় প্রতিষ্ঠিত হয়ে কমিউনিস্ট এবং কংগ্রেস সেই অরাজকতা আবারো ফিরিয়ে আনতে চাইছে। মানুষ তাদের যোগ্য জবাব দেবে বলে জানান আদিত্যনাথ। এদিন তাঁর সাথে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রার্থী যাদব লাল নাথ সহ অন্যান্য নেতৃত্ব। সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য