স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : সদর সাব ডিভিশনের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্রের ই ভি এম মেশিনের কমিশনিং চলছে উমাকান্ত একাডেমী স্কুলে। প্রতিটি নির্বাচনী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে হচ্ছে এই কমিশনিং। নির্বাচন দপ্তর ই ভি এম কমিশনিং-র জন্য বুধবার পর্যন্ত দিন ধার্য করেছে।
কিন্তু মঙ্গলবারের মধ্যে এই কমিশনিং-র কাজ শেষ করা হবে বলে জানান সদরের রিটার্নিং অফিসার তথা এস ডি এম অরুপ দেব। তিনি আরো জানান পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু করে ৮ ফেব্রুয়ারী থেকে। চলবে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত। ধাপে ধাপে নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীদের জন্য ভোট গ্রহণ করা হবে। ৫ দিনের মধ্যে গোটা পক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তিনি।