স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : কর্মীদের নিয়ে বেশ আপ্লুত নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গোপাল রায়। মঙ্গলবার সকালে লালবাহাদুর এলাকায় কংগ্রেস এবং সিপিআইএম কর্মীদের সাথে প্রচারে বের হয়ে কর্মীদের সাথে পায়ে পা মিলিয়ে গানের তালে তালে নাচলেন তিনি। শুধু নাচই নয়। গাড়ি থামিয়ে যাত্রীদের কাছে হাতজোড় করে ভোট চাইলেন গোপালবাবু।
গেলেন ব্যবসায়ীদের কাছে। বললেন বিজেপিকে পরাস্ত করার জন্য এগিয়ে আসতে। কংগ্রেস প্রার্থী তথা বনমালী পুর বিধানসভা কেন্দ্রের এই প্রাক্তন বিধায়ক গোপাল রায় সাংবাদিকদের জানান জয় ২০০ শতাংশ নিশ্চিত । গত পাঁচটি বছর ত্রিপুরা রাজ্যকে শেষ করে দিয়েছে বিজেপি। শ্রমিক, কৃষক মেহনতি মানুষ সহ যুবকদের নিয়ে শুধু খেলা করেছে বিজেপি। তাই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র উদ্ধার সহ নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বেকার যুবক, ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মুখে হাসি ফুটাতে হবে। গণতান্ত্রিক দলগুলি প্রতিষ্ঠিত করতে ত্রিপুরা রাজ্যের মানুষ মাঠে নেমেছে। এই বিজেপিকে রাজ্যবাসী হাওড়া নদীতে বিসর্জন দিয়ে দেবে। গোপাল রায় আরো বলেন, এলাকার ২০১৮ বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে টিপ্পনী করে বলেন তিনি প্যারাসুট মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি আরো বলেন রেগিং করে এবং বাইক বাহিনী দিয়ে ১৬ ফেব্রুয়ারি ভোট হতে দেওয়া হবে না। ভোট হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বামফ্রন্ট আর কংগ্রেস মিলে সরকার গড়বে বলে জানান তিনি।