Saturday, April 1, 2023
বাড়িরাজ্যবিজেপি প্রার্থীর উপর আক্রমণে গ্রেপ্তার ১৫, প্রতিবাদে তিপ্রা মথার পথ অবরোধ

বিজেপি প্রার্থীর উপর আক্রমণে গ্রেপ্তার ১৫, প্রতিবাদে তিপ্রা মথার পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : বিজেপি প্রার্থী বিনোদ দেববর্মার উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার ১৫ জন তিপ্রা মথার কর্মী। এক প্রতিবাদে সিধাই থানাধীন খোয়াই আগরতলা সড়কের শনিবাজার এলাকায় তিপ্রা মথা কর্মীরা পথ অবরোধে বসে। ঘটনার বিবরণী জানা যায়, সোমবার রাতে ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনোদ দেববর্মার উপর দুষ্কৃতীরা আক্রমণ করে ভেঙে দেয় বিজেপি সমর্থকদের গাড়ি। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। বিজেপির তরফ থেকে তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ করা হয়।

এই ঘটনার তদন্তে নেমে ১৫ জন তিপ্রা মথা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তারই প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯ টা থেকে সিধাই থানাধীন খোয়াই আগরতলা সড়কের শনিবাজার এলাকায় তিপ্রা মথা কর্মীরা পথ অবরোধে বসে। ১৫ জন তিপ্রা মথা কর্মী সমর্থকের মুক্তির দাবি জানায়। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহকুমা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ভিক্ষুককারীদের সাথে কথা বললে কোন সুরাহা হয়নি। উল্লেখ্য, ১ সিমনা বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী বিনোদ দেববর্মার বাড়িতে প্রায় এক থেকে দেড় মাস আগে অগ্নি সংযোগ করেছিল দুষ্কৃতীরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার পুনরায় দ্যইগ্যা বাড়ি এলাকায় বিনোদ ও তার গাড়ির উপর হামলা করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের আঘাতে গুরুত্ব জখম হয়েছেন বুথ সভাপতি সুরজিৎ দেববর্মা।

 এদিকে প্রার্থী বিনোদ দেববমাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার দেহরক্ষী। এই ঘটনাকে কেন্দ্র করে সিমনা বিধানসভার দাগ্যবাড়ী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে রাতের বেলা। পুলিশের আশ্বস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু পুলিশ তদন্ত নেমে ১৫ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পরই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তা অবরোধ করে বসে তিপ্রা মথার কর্মীরা। রাস্তায় আটকে পড়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে আসার জন্য বহু কর্মী সমর্থক। কিন্তু সেই কর্মী সমর্থকরা রাস্তায় আটকে পড়ার পর তিপ্রা মথার কর্মীদের সাথে আন্দোলনে অংশ নেয়। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের গলায় এদিন শোনা যায় বিস্ময়কর বক্তব্য। তুমি জানান আগরতলা যাওয়ার সময় বিজেপির কিছু দালাল পুলিশ তিপ্রা মথা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধতে চেয়েছে। গ্রেপ্তার করে নিয়ে যায় ১৫ জন তিপ্রা মথার কর্মী। তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া পেছনে মূল উদ্দেশ্য হলো যাতে তৃণমূল কংগ্রেস এবং তিপ্রা মথার কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধাতে সক্ষম হয় বিজেপি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তিনি এদিন দাবি করেন তৃণমূল কংগ্রেসের সাথে প্রদ্যোত কিশোর দেববর্মনের ভালো সম্পর্ক রয়েছে। তাই সেই সম্পর্কে ফাটল ধরতে পুলিশ দিয়ে এ ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে বলে জানান তিনি। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী। পুলিশ সোমবার রাতের ঘটনার তদন্ত করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য