স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের আক্রমণে আহত দুজন কংগ্রেস কর্মী বলে অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কংগ্রেস মনোনীত প্রার্থী অশোক কুমার বৈদ্যের সমর্থনে নিরবাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে কংগ্রেস কর্মীরা নৈশ্য ভোজনের পর বাড়ি ফিরে যাওয়ার সময় তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় যেতেই কয়েকজন বিজেপি দুর্বৃত্ত তাদের উপর আক্রমণ সংঘটিত করে। অভিযুক্তরা বিজেপি বুথ অফিস থেকে বের হয়ে এই আক্রমণ সংঘটিত করেছে। ফলে কংগ্রেসের দুই কর্মী আহত হয় বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ এই দুই যুবককে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময় তেলিয়ামুড়া থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে। পলিশ জানায় ঘটনার তদন্ত চলছে।