স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর: বুধবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত টার্ম ওয়ান উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন পর্ষদের উচ্চমাধ্যমিক ও সমতুল্য মাদ্রাসা ফাজিল কলা এবং ফাজিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ২৮,৯০২ জন।
মোট ৪০৬ টি বিদ্যালয়ের পরীক্ষার্থী ৬৬ টি সেন্টারে পরীক্ষায় বসে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে ৫০ নম্বরের ভিত্তিতে। কলা বিভাগের ক্ষেত্রে ৪০ নম্বর থিউরি এবং ১০ নম্বর থাকবে আভ্যন্তরীণ মূল্যায়নের জন্য। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ৩৫ নম্বর থাকবে থিউরি এবং ১৫ নম্বর থাকবে প্র্যাকটিক্যাল এর উপর। মোট সিলেবাসের ৩০ শতাংশ কমিয়ে ৭০ শতাংশ সিলেবাসের অর্ধেক অংশের উপর টার্ম ওয়ান পরীক্ষা নেওয়া হয়। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা।