Thursday, March 23, 2023
বাড়িরাজ্যকমিউনিস্টরা একা লড়াই করতে পারবে না, তাই কংগ্রেসের সাথে জোট ও তিপ্রা...

কমিউনিস্টরা একা লড়াই করতে পারবে না, তাই কংগ্রেসের সাথে জোট ও তিপ্রা মথার সাথে আতাত হয়েছে : অমিত শাহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : কংগ্রেস ও তিপ্রা মথা দলের প্রার্থীকে ভোট দেওয়া মানে কমিউনিস্টদের ভোট দেওয়া। বিজেপি ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। উন্নয়নের পক্ষে ভোট দেওয়া। শিক্ষা থেকে স্বাস্থ্য রাজ্যের সর্বক্ষেত্রে একমাত্র উন্নয়ন করতে পারে বিজেপি সরকার। কমিউনিস্টরা একা বিজেপির সাথে লড়াই করতে পারবে না।

 তাই তারা কংগ্রেসের সাথে জোট করেছে। এবং তিপ্রা মথা দলের সাথে গোপন আতাত করেছে। কমিউনিস্টদের ভোট দেওয়া মানে ত্রিপুরা রাজ্যে পুনঃরায় হিংসার শাসনের পক্ষে ভোট দেওয়া। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিন জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে শান্তিরবাজারে আয়োজিত বিজেপির প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌। এইদিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিষয়েও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌। জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেন ২০১৮ সালের পর বিনাশের জায়গায় বিকাশ হয়েছে। বিবাদের জায়গায় বিকাশ হয়েছে। জনজাতিদের উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পানীয় জল পৌঁছেছে। বহির্রাজ্য থেকে ইন্ডাস্ট্রি ত্রিপুরা রাজ্যে এসেছে। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কিন্তু এই সুযোগ সুবিধার জন্য আগে ত্রিপুরা রাজ্যে ক্যাডারদের কাছে যেতে হতো। সেই ক্যাডার রাজ বন্ধ করে ২০১৮ সালের পর দুজন মুখ্যমন্ত্রী নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে সংবিধানের রাজ শুরু হয়েছে। ভয়ের পরিবেশ থেকে ত্রিপুরাবাসী মুক্ত হয়েছে। মহিলাদের উপর ৫০ শতাংশ অপরাধমূলক ঘটনা কমেছে। মহিলাদের সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। এগুলি ভারতীয় জনতা পার্টির সরকার ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ায় সম্ভব হয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির নির্বাচনী প্রভারি মহেন্দ্র সিং, বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা, সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর রায়, মনু বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম সরকার, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা। জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য