স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : রাজ্যের নির্বাচনী পরিস্থিতি নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস উদ্বেগ প্রকাশ করে শরণাপন্ন হলো ত্রিপুরা নির্বাচন কমিশনের। শুক্রবার বিকেলে রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট এবং অপর বিরোধী দল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনে যান। দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিকের সাথে।
নির্বাচন কমিশনের মুখ্য অধিকারিক কিরণ গিত্যের কাছ থেকে সন্ত্রাস রুখতে কঠোর পদক্ষেপের আশ্বাস পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং বিধায়ক সুদীপ রায় বর্মন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, আসন্ন বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে শুরুটা ঠিক থাকলেও কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে শাসক দল বিজেপি গত পাঁচ বছর রাজ্যের বিভিন্ন নির্বাচন যেভাবে প্রহসনে পরিণত করেছে সে পথে এগোতে চাইছে। তাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই দিন।
মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বস্ত করেছেন অবাধ শান্তিপূর্ণ ভোট যাতে সংঘটিত হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলে ভোট দিতে পারবে। তারপর মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে রাজ্যের কিছু কিছু অফিসার শাসকদলের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন। সে নামগুলি নির্বাচন কমিশনের রাজ্য মুখ্য আধিকারিক নোট করেছেন। তাদের এ বিষয়গুলি তদন্ত করে দেখা হবে। সেসব আধিকারিক যদি না শুধরায় তাহলে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। বিধায়ক সুদীপ রায় বর্মন জানান সারা রাজ্য থেকে হিংসাত্মক ঘটনা, মডেল কোড অফ কন্ডাক্ট মান্যতা না দেওয়ার অভিযোগ উঠছে। সে বিষয়গুলো জানানো হয়েছে। এক পাশাপাশি শাসকদলের সাথে জড়িত কিছু অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য অধিকারিক আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি নজর দিয়ে জাতীয় নির্বাচন কমিশনের আশ্বাস অনুযায়ী অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করা হবে। এর পাশাপাশি মানুষ যাতে ভয় মুক্ত ভাবে ভোটের দিন ভোট কেন্দ্রে যেতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। এবং সকলে যাতে ভোট দিতে পারে তার জন্য বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন রাজ্য মুখ্য নির্বাচনে আধিকারিক। এদিন প্রতিনিধি তরে এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, জাতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং।