স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : সোমবার পশ্চিম জেলায় নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত মাইক্রো অবজারভারদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। টাউন হলে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই মকপোলে জেলার সাধারণ অবজারভার ও পুলিশ অবজারভাররাও অংশ নেন।
নির্বাচনে মাইক্রো অবজারভার ও পুলিশ অবজারভারদের কি কি করনীয় ও ভূমিকা তা নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকটি পোলিং স্টেশনে মাইক্রো অবজারভার থাকবে। এদিনের মকপোল থেকে মাইক্রো অবজারভারদের কোন বিষয়ে সন্দেহ থাকলে তা দূর করা হয়েছে। পশ্চিম জেলার ৪৭৫ টি বুথের জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। অতিরিক্ত মাইক্রো অবজারভার মিলিয়ে মোট ৫৭০ জনকে নির্বাচনী কাজের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার জেলা নির্বাচনী আধিকারিক দেবপ্রিয় বর্ধন।