স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ফেব্রুয়ারি : নির্বাচন কমিশন জিরো ভায়োলেন্সে বিধানসভা ভোট সংগঠিত করতে চাইলেও আরক্ষা প্রশাসনের চরম গাফিলতি ক্রমশ নজরে আসছে সাধারণ মানুষের। ফ্ল্যাগ ফেস্টুন নষ্ট করাকে ঘিরে সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই পক্ষকে থানায় না নিয়ে বিরোধী দলের এক যুবককে থানায় তুলে নিল পুলিশ।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শনিবার রাতে বিশালগড় মহকুমার অন্তর্গত কমলা সাগর বিধানসভার সুকান্ত কলোনি এলাকায়। ঘটনার বিবরণের জানা যায় এই দিন রাতের বেলা বিজেপির কর্মীরা স্কোডিং -এ বের হয়ে তারা স্ব-দলীয় ফ্ল্যাগ ফেস্টুন ফেলে দেয়। পরবর্তী সময় এর দায়ভার চাপায় বিরোধী দলের এক কর্মীর উপর বলে অভিযোগ। পরবর্তী সময় আবার থানায় খবর দিয়ে পুলিশ নিয়ে এসে বিরোধী দলের কর্মী বিকাশ দাসকে পুলিশের হাতে তুলে দেয়। এবং বিকাশ দাসকে পুলিশ বাড়ির উঠোনে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ বিকাশের স্ত্রীর।
আরো অভিযোগ এদিন পুলিশ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি বাড়ির মহিলা এবং শিশুরা পর্যন্ত। মহিলারা চিৎকার চেঁচামেচি করলে তাদের উপর বেধড়ক মারধর করে রাষ্ট্রীয় বাহিনী বলে অভিযোগ। বাড়ির লোকজনেরা সবটা ঘটনায় মোবাইল বন্দি করতে চাইলে পুলিশ সে মোবাইলে টর্চের ফ্রেশ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস রাতের বেলা মহিলাদের উপর নামিয়ে আনে বলেও অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। এলাকাবাসীর দাবি পুলিশের দায়িত্ব ছিল যারা অভিযোগ করেছে তাদেরও নিয়ে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুষ্ঠ তদন্ত করা। কিন্তু তা না করে বিকাশ গাড়ি চালিয়ে রাতে বাড়ি ফেরার পর তার উপর এই মিথ্যা অভিযোগ দিয়ে তুলে নিয়ে গেছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি করলেন বিকাশের স্ত্রী। ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরী বলে মনে করছে এলাকাবাসী। ঘটনায় রাতের বেলা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।