Thursday, January 23, 2025
বাড়িখেলামদ্যপ অবস্থায় স্ত্রী'কে মারধর, ফের বিতর্কে বিনোদ কাম্বলি

মদ্যপ অবস্থায় স্ত্রী’কে মারধর, ফের বিতর্কে বিনোদ কাম্বলি


মুুম্বই, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ফের বিতর্কে জড়ালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। এবার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী অ্যান্ড্রিয়া। কাম্বলি নাকি মদ্যপ অবস্থায় খাবার তৈরির চাটু দিয়ে তাঁকে মারধর করেছেন। তবে এটা প্রথমবার নয়, আগেও এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল। গতবছরই বিনোদ কাম্বলির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে। কিছুক্ষণ তাঁকে জেলের মধ্যেও কাটাতে হয়েছিল। জানা গিয়েছে, বান্দ্রা পুলিশ স্টেশনে অ্যান্ড্রিয়া অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, অ্যান্ড্রিয়া অভিযোগ করেছেন যে গত শুক্রবার মদের নেশায় কার্যত দিগ্বিদিকশূন্য হয়ে বিনোদ কাম্বলি মারধর করেছেন। তবে শুধু মারধরই নয়, অ্যান্ড্রিয়াকে বিনোদ গালাগালি এবং হুমকিও দিয়েছেন। বান্দ্রা পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে যে ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩২৪ ধারা (ইচ্ছাকৃত প্রাণঘাতী অস্ত্রে আঘাত করা) এবং ৫০৪ ধারায় (অপমান) প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। অ্যান্ড্রিয়া অভিযোগ করার সময় এও জানিয়েছেন যে কাম্বলি যে তাঁকে মারছিলেন, সেটা তাঁদের ১২ বছরের সন্তানও দেখেছে। সে কাম্বলিকে আটকানোরও চেষ্টা করেছিল। কিন্তু, কিছুতেই কিছু লাভ হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য