স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ফেব্রুয়ারি : সি পি আই এম, কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষে আহত ছয়। দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। ছয়টি বাইক ভাঙচুর ও একটি বাইক অগ্নিদগ্ধ করে দুর্বৃত্তরা। ঘটনায় খোয়াই বিধানসভা কেন্দ্রের সোনাতলা বাজারে পরিস্থিতি থমথমে। ব্যাপক সংখ্যক নিরাপত্তা রক্ষী মোতায়ন করা হয়েছে ঘটনাস্থলে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের সোনাতলা বাজারে সি পি আই এম দলের একটি পথসভার ছিল।
সেই পথসভায় একাধিক নেতৃত্ব বক্তব্য রেখেছেন। পথসভা শেষ পর্যায়ে একাধিক যুবক পথ সভায় অংশগ্রহণকারীদেরকে অশ্লিল ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ। তার পরেই শুরু হয় পথসভায় অংশগ্রহণকারী বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেস দলের লোকদের সাথে অপর একদল যুবকের মধ্যে প্রথমে বাক বিতন্ডা। পরবর্তী সময় রক্তাক্ত সংঘর্ষের রূপ নেয়। মুহূর্তের মধ্যে এলাকা শুনশান হয়ে যায়। উত্তেজিত যুবকরা এলোপাতাড়ি মারধর শুরু করে। যুবকদের এলোপাথাড়ি আক্রমণে রক্তাক্ত জখম হয় মোট ছয় জন। এই ৬ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি চারজন খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার পরিস্থিতি থমথমে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে। আক্রমণে ছয়টি বাইক ভাঙচুর হয়। একটি বাইক অগ্নিদগ্ধ হয়। আহত ৬ জন হল জগৎজ্যোতি দাস, চানু দাস, বিপুল সাহা, অলক পাল, সুখেন দাস ও খোকন রায়। সুখেন দাস ও খোকন রায়কে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।