স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া দত্তকে ভোটে জয়ী করতে কোন সুযোগ আছে করতে নারাজ ভাজপা। কারণ এই বিধানসভা কেন্দ্রে হভিওয়েট কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনকে বিগত উপনির্বাচনে পরাজিত করতে পারে নি বিজেপি মনোনীত প্রার্থী ডাঃ অশোক সিনহা। তাই এবার মুখ পাল্টে তারকা প্রচার করে কংগ্রেস হেভিওয়েট নেতৃত্বকে পরাজিত মরিয়া ভাজপা।
বিজেপি প্রার্থীদের হয়ে মাইলেজ দিতে ভোট প্রচারে শুক্রবার রাজ্যে আসেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাজ্য সফরে এসে শনিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্তর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার চালান। এইদিন তিনি ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৭৯ টিলা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত’র হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে ছিলেন ৬ আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান ২০১৮ সালের তুলনায় অধিক আসন নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে। কংগ্রেস ও সিপিআইএম জোটের ফলে কোন ধরনের প্রভাব পড়বে না নির্বাচনে। তবে এদিন জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে বলে দাবি দলীয় কর্মীদের।