Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যভোটার কার্ড ছাড়াও ১২ টি পরিচয় পত্র নির্ধারিত করেছে নির্বাচন কমিশন

ভোটার কার্ড ছাড়াও ১২ টি পরিচয় পত্র নির্ধারিত করেছে নির্বাচন কমিশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচন আগামী ১৬ ফেব্রুয়ারি। রাজ্যের একশ শতাংশ ভোটারের স্বচিত্র ভোটার পরিচয় পত্র রয়েছে। ভোটের দিন যদি কোন ভোটার ভোটকেন্দ্রে গিয়ে তার পরিচয় পত্র দেখাতে না পারে তাহলে আধার কার্ড, মন রেগা জব কার্ড, পোস্ট অফিস বা ব্যাংকের পাসবুকে ফটোগ্রাফি, শ্রমদপ্তর প্রদত্ত স্বাস্থ্য বীমার স্মার্ট কার্ড, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, সহ বারোটি পরিচয় পত্র নির্ধারিত করেছে নির্বাচন কমিশন।

পরিচয় পত্রগুলি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাররা যদি দেখাতে পারে তাহলে গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটদানের সুযোগ পাবে। শনিবার সন্ধ্যায় পশ্চিম জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে। তিনি জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। প্রয়োজনীয় তথ্য সম্পর্কে অবগত হয়ে তাদের বেশ কিছু নির্দেশ দেন। রবিবার থেকে রাজ্যে আসতে শুরু করবেন বিশেষ অবজারভাররা। রাজ্য এসে অবজারভাররা ঘুরে নির্বাচনী ব্যবস্থা খতিয়ে দেখবেন। ২৫ জন সাধারণ পর্যবেক্ষক রাজ্যে অবস্থান করছে।

আগামী ৯ ফেব্রুয়ারী ত্রিপুরা, আসাম ও মিজোরাম মুখ্য সচিব, রাজ্য  পুলিশের মহানির্দেশক এবং বিএসএফ আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে নির্বাচন কমিশন বৈঠক করবেন। তিন রাজ্যের আভ্যন্তরীণ সিমান্ত সিল করার বিষয়ে বৈঠকে আলোচনা হবে। রাজ্যে পর্যাপ্ত নিরাপত্তা বাহিণি রয়েছে। তাদের প্রত্যেক স্থানে যথাজথ ভাবে কাজ লাগানো হচ্ছে। শুক্রবার এক দিনে রাজ্যে সমস্ত রাজনৈতিক ছোট, বড় মিলিয়ে মোট ৮৩০ টি কর্মসূচী সংগঠিত হয়েছে। প্রত্যেকটি কর্মসূচীতে নজর রেখেছিল নির্বাচন কমিশন। মোতায়েন ছিল টি এস আর এবং কেন্দ্রীয় নিরাপত্তা ও পুলিশ।

বর্তমানে রাজ্যে ২০০ উপর কেন্দ্রীয় বাহিনীর কোম্পানী রয়েছে। যারা পোলিং ষ্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকবে তারা আগামী ৯ ফেব্রুয়ারী থেকে রাজ্যে আশা শুরু করবেন।  ভোট গ্রহণের পর সিদ্ধান্ত নেওয়া হবে কত বাহিনী রাজ্যে রাখতে হবে। স্বাভাবিক পরিস্থিতি হলে নিরাপত্তা বাহিনী পাঠানো হবে। সি ভিজিলের মাধ্যমে ১৪০০ উপর অভিযোগ এসেছে। প্রতিটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন নাকায় ৩ টি দল দায়িত্বে রয়েছে। ফ্লায়িং স্কোয়ার্ডেও একই ভাবে তিনটি করে দল করা হয়েছে। প্রতিটি বিধানসভায় ৯ টি দল রয়েছে বলে জানান তিনি। তিনজন কর্মচারীকে নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব এসেছে। তাঁর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে কমিশন। কোন সরকারী কর্মচারী কোন রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যাতে যুক্ত না থাকে তা নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে দুজন অফিসারকে রিপ্লেস করা হয়েছে। যাদের নিকট আত্মীয় নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। অন্যদিকে দুজন কর্মচারী ছিল জাদের বিরুদ্ধে অপরাধ মূলক মামলা রয়েছে। তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। তারা আরক্ষা কর্মী। গত ১৮ জানুয়ারী থেকে ৩ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন ঘটনায়  রাজ্যে মোট ৩৬ টি এফ আই আর করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন ২৭ জন।  গতবারের চাইতে এই সংখ্যা কমেছে। দাগী অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। ই ভি এম কমিশনিং -র জন্য ব্যালট পেপার দেওয়া হয়েছে। এই কমিশনিং শুরু হবে ৬ ফেব্রুয়ারী। তা ৮ ফেব্রুয়ারীর মধ্যে শেষ করতে বলা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের কাজ। ধলাই জেলা সিমান্ত শীল করে দিয়ে ১৪৪ ধারা লাগু করে দেওয়া হয়েছে। অন্যান্য জায়গা গুলিতে চলছে কড়া নজরদারী। বি এস এফ-কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মোট ২৫৯ জন প্রার্থীর মধ্যে ৩০ জন রয়েছেন মহিলা প্রার্থী। এটা মোট প্রার্থীর ১২ শতাংশ। রাজ্যে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ২৮ লক্ষ ১৪ হাজার। নতুন করে এই ক্ষেত্রে ১১০০ ভোটার বেড়েছে। এদের মধ্যে ৫৫০ জন রয়েছে ব্রু সম্প্রদায়ের। যারা আগে তালিকায় নাম তুলতে পারেনি।  সরকারী ছাপা খানায় ব্যালট পেপার ছাপ কাজ চলছে। ই ভি এম, পোস্টাল ব্যালট এবং পুলিং বুথে এই ব্যালট ব্যবহার হয়। দেড় লক্ষ ব্যালট পেপার ছাপা হয়েছে। ইতিমধ্যেই সমস্ত আর ও- দের মধ্যে তা বন্টন করা হয়েছে। সাত জন প্রাক্তন টি সি এস- অফিসারকে  এই ব্যালট পরীক্ষা করার জন্য নিয়োগ করা হয়েছিল। তাদের কাজ সম্পন্ন হয়েছে। ২৯ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর মধ্যে সাড়ে তিন কোটি টাকা নগদ রয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য