Friday, March 29, 2024
বাড়িরাজ্যবিজেপি থেকে ত্রিপুরার মানুষকে মুক্ত করতে হবে : মানিক

বিজেপি থেকে ত্রিপুরার মানুষকে মুক্ত করতে হবে : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : ২০১৮ সালে ৩ মার্চ দুপুর থেকে যে ফ্যাসিস্ট সুলভ সরকার ত্রিপুরায় চাপিয়ে দেওয়া হয়েছে, তার থেকে মুক্তি চাইছে রাজ্যের মানুষ। সুতরাং এক জটিল পরিস্থিতির মধ্যে আসন্ন নির্বাচন হতে চলেছে। শনিবার ভানু ঘোষ স্মৃতিভবনে প্রয়াত সিপিআইএম নেতা তরুণ দত্তের স্মরণ সভায় বক্তব্য রেখে একথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার।

অনুষ্ঠানের প্রধান বক্তা মানিক সরকার আরো বলেন, চরম দুর্নীতি পরায়ণ একটা সরকারের হাতে ত্রিপুরা পড়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলি নিয়ে ভাবার কোন সুযোগই নেই। তাই মানুষকে বাঁচাতে হবে। এর জন্য বিজেপি থেকে ত্রিপুরার মানুষকে মুক্ত করতে হবে। গণতন্ত্র পুনস্থাপনের জন্য বামফ্রন্ট এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কিন্তু যারা আতঙ্কে ভুগছে তাদের সাহস জুগিয়ে আসন্ন নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি আরো বলেন, বর্তমান নির্বাচনী মুহূর্তে তরুণ দত্তের প্রয়োজন ছিল। তিনি দলের অন্যতম সৈনিক ছিলেন। কিন্তু তার অবর্তমানে শূন্যতা সৃষ্টি হয়েছে। তাই তরুণ দত্তের দেখানো দিশায় সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে হবে সকলের। এবং আসন্ন বিধানসভার নির্বাচনে তাঁর আদর্শ সঠিকভাবে কাজে লাগাতে হবে। এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। বিরোধী দলনেতা এদিন তরুণ দত্তের সাংগঠনিক কাজের প্রশংসা করে বলেন, জিয়ানিয়া মহকুমা সাংগঠনিক কাজে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তাই সংগঠনের জন্য শূন্যতা বলে জানান তিনি। পাশাপাশি এদিন তিনি প্রয়াত তরুণ দত্তের প্রতি শ্রদ্ধা জানান ও পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। আয়োজিত স্মরণ সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। উপস্থিত সকলে তরুণ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য