স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : টাকারজলা বিধানসভা কেন্দ্রের আই পি এফ টি -র প্রার্থী বিধান দেববর্মার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর করে বাইক-গাড়ি সহ প্রার্থীর বাড়ির বিভিন্ন সামগ্রী। অভিযোগের নিশানা সরাসরি তিপ্রা মথার কর্মীদের বিরুদ্ধে। ঘটনা রতনপুরস্থিত প্রার্থীর বাড়িতে।
শনিবার সকালে সাংগঠনিক সভা চলাকালীন সময়ে তিপ্রা মথার দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ। এদিন পরিস্থিতি বুঝতে পেরে আইপিএফটির কর্মীরা পাল্টা প্রতিরোধ না করে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেয় দুটি বাইক, একটি গাড়ি। ভেঙে চুরমার করে দেয় প্রার্থীর বাড়ি ঘরেও। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ অতর্কিত হামলার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।