স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শনিবার পোস্ট অফিস চৌমুহনী স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য নেতৃত্বদের নিয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ক্যাপ্টেন উদয় সিং যাদব। এছাড়া ছিলেন ওবিসি ডিপার্টমেন্টের কেন্দ্রীয় নেতৃত্ব সুব্রত বোরা।
এদিনের বৈঠকে রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলা ও ব্লক সভাপতিরা অংশ নেন। এবারের নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট হয়েছে কংগ্রেসের। ১৯৯৩ সালের পর থেকে ক্ষমতার বাইরে রয়েছে কংগ্রেস। এবারের নির্বাচন হচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে পড়াজিত করার। এবারের নির্বাচনে ওবিসি সম্প্রদায়ের বড় ভোট কংগ্রেস দলের পক্ষে পড়বে বলে জানান জাতীয় কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ক্যাপ্টেন উদয় সিং যাদব।