স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের হাতে আক্রান্ত সিপিআইএম -এর দুই কর্মী বলে অভিযোগ। ঘটনা শুক্রবার রাত আটটা নাগাদ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের ১ নং বুথের বরজ কলোনি এলাকায়।
জানা যায়, চন্দ্রশেখর রায় এবং প্রীতম নিয়োগী দুই সিপিএম কর্মী বরজ কলোনি শহীদ বেধির সামনে দাঁড়িয়ে কথা বলার সময় বিজেপি দলীয় অফিস থেকে লাঠি এবং রড নিয়ে প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়রা খবর দেয় বিলোনিয়া থানা পুলিশকে। বিলোনিয়া থানার পুলিশ ছুটে এসে আহত দুই সিপিআইএম কর্মীকে নিয়ে যায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। আহত দুজনের চিকিৎসাধীন বিলোনিয়া হাসপাতালে। তবে আহতরা জানান হামলাকারীরা বিজেপির গুন্ডাবাহিনী। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। অভিযুক্তরা প্রান্তোষ দাস, সাধন দাস, যুবরাজ বৈদ্য সহ সঙ্গপাঙ্গরা। ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে প্রশ্ন হচ্ছে যদি এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকতো তাহলে এই ধরনের ঘটনা সংগঠিত হতো না। জিরো ভায়োলেন্সের মাধ্যমে নির্বাচন সংঘটিত হওয়ার কথা থাকলে প্রশাসনিক কিছু কর্মীর চরম গাফিলতি কারণে সম্ভব হয়ে উঠছে না বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা।