Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে ভাজপার ছক কষার বৈঠক

বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে ভাজপার ছক কষার বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : বিজেপিকে হারাতে বামফ্রন্ট এবং কংগ্রেসের সাথে এবার তিপ্রা মথা এক সারিতে আসতে নয়া কেমিস্ট্রি তৈরি করতে চাইছে। বিরোধীরা এ ধরনের সিদ্ধান্ত হাতিয়ার করে রীতিমতো ভাজপাকে চাপে ফেলছে বলা যায়। কারণ বামফ্রন্ট, কংগ্রেস এবং মথা যদি একমঞ্চে আসে তাহলে আগামী দিনের রণকৌশলের ছক পরিবর্তন করা ছাড়া ভাজপার কাছে আর কোন রাস্তা নেই। দীর্ঘ প্রচেষ্টা করেও মথাকে নিয়ন্ত্রণ করতে না পেরে পাহাড় নিয়ে এখনো চিন্তিত বিজেপি। তাই চিন্তন বৈঠক ভাজপার মধ্যে দফায় দফায় করতে হচ্ছে।

৫৫ টি আসনে প্রার্থী দেওয়ার পর বিজেপি বুধবার প্রদেশ নির্বাচনী কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন দলের শীর্ষ নেতৃত্ব। এবং এই বৈঠকের মধ্যে প্রথম সারিতে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের কু-অর্ডিনেটর সম্বিত পাত্রা সহ কেন্দ্রীয় নেতৃত্ব। এদিনের বৈঠক ছিল মূলত রাজ্যের ৫৫ টি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি কিভাবে লড়াই করবে সে বিষয়টির উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রত্যেক মনোনীত প্রার্থীর রণকৌশল নিজ নিজ এলাকায় কিভাবে পালন করবে সেই বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। অর্থাৎ নির্বাচনী সার্বিক বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী জানান আগামী দিনে কিভাবে বিজেপির প্রচার ও রণকৌশল চলবে সেই বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়। এদিকে দলীয় সূত্রে খবর আগামী শুক্রবার রাজ্যে আসতে চলেছেন দলের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তিনি কুমারঘাটে নির্বাচনে প্রচারে কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তারপর কয়েকদিনের মধ্যে রাজ্যে ভোট প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব। তারা রাজ্যে এসে কিভাবে প্রচার করবেন সে বিষয়টি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য