স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী রায়, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক সহ অন্যান্যরা। এইদিনের যোগদান সভায় সমগ্র রাজ্য থেকে ৭৩ পরিবারের ২৫৫ জন ভোটার বিজেপি দলে সামিল হয়।
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা তাদের বিজেপি দলে বরণ করে নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান নির্বাচনকে সামনে রেখে যে জোট নিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। সেই বিভ্রান্তি থেকে মুক্তি পেতে এইদিন সমগ্র রাজ্য থেকে ৭৩ পরিবারের ২৫৫ জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছে। নবাগত ভোটাররা রাজ্যে দ্বিতীয় বারের ন্যায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করার অঙ্গিকার নিয়ে রাজ্যে কাজ করবে বলে জানান তিনি। এইদিন মূলত অনির্বাণ সরকার, সমরজিৎ দে, সঞ্জয় চক্রবর্তী, মৃণাল ঘোষদের নেতৃত্বে এই ভোটাররা বিজেপি দলে যোগদান করেছে।