Friday, March 29, 2024
বাড়িজাতীয়সাধারণ বাজেট ২০২৩-২৪ : আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে...

সাধারণ বাজেট ২০২৩-২৪ : আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করার প্রস্তাব

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : এবার বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ছাড় আয়করে। বুধবার সংসদে সাধারণ বাজেট ২০২৩-২৪ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এর আগে আয়কর ছাড়ের সীমা ছিল ৫ লক্ষ টাকা। সেই সীমা এবার বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি, কারও বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা করেন, ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ। বাৎসরিক আয় ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ। বাৎসরিক আয় ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে। ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ। বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য