স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে দুর্বৃত্তদের হামলার মুখে পড়ছে নির্দল প্রার্থীরা। আবারো নির্দল প্রার্থী নিরাপত্তার হুমকি মুখে পড়েছে মঙ্গলবার রাতে। এদিন রাতে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত উত্তরের যুবরাজনগর কেন্দ্রের নির্দলীয় প্রার্থী কান্তু গোপাল দেবনাথ বলে অভিযোগ। ভেঙ্গে ফেলা হয় তার গাড়ি।
আক্রান্ত হয়েছেন তার দেহরক্ষী পুলিশ কর্মী সুদিপ নাথ। ঘটনা মঙ্গলবার রাতে যুবরাজনগর বিধানসভার কেন্দ্রের আনন্দবাজার এলাকায়। অভাবনীয় কায়দায় রাস্তায় গাছ ফেলে দিয়ে তার গাড়ি আটকানো হয়। পরে এক দুষ্কৃতকারি প্রার্থী কান্তি গোপাল দেবনাথকে লক্ষ করে গাড়ির উপর আক্রমন চালায়। অল্পেতে রক্ষা পান কান্তি গোপাল দেবনাথ। জানা গেছে রাতেই ধর্মনগর থানা অভিযোগ জানিয়েছেন কান্তি গোপাল দেব নাথ। আসন্ন নির্বাচনে তিনি যুবরাজনগর কেন্দ্র দলীয় টিকেটের দাবিদার ছিলেন। কিন্তু দল তাকে মনোনীত না করায় তিনি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন করেন।