Friday, January 17, 2025
বাড়িরাজ্য৬ আগরতলায় মাইলেজ দিতে মুখ্যমন্ত্রী

৬ আগরতলায় মাইলেজ দিতে মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা কেন্দ্র হলো ৬ আগরতলা। এই বিধানসভার কেন্দ্রটির মধ্যে মনোনীত প্রার্থী পাপিয়া দত্তকে মাইলেজ দিতে ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কারণ এই বিধানসভা কেন্দ্রটি বরাবরই শাসক দলের কাছে চ্যালেঞ্জের। উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের কাছে পরাজিত হয়েছে বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার অশোক সিনহা।

 আসন্ন নির্বাচনেও হেভি ওয়েট নেতা এলাকার কংগ্রেস প্রার্থী। তাই শাসক দলের কাছে বড় চ্যালেঞ্জ। এমনকি প্রার্থী তালিকা সব বিধানসভা কেন্দ্রে ঘোষণা করলেও ৬ আগরতলার বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে বিজেপির দিল্লির নেতাদের বহু চিন্তাভাবনা করে প্রার্থী ঘোষণা করতে হয়েছে। এখন বিজেপি মনোনীত প্রার্থীকে জয়ী করতে মনোনীত প্রার্থীর মুখের আগে মুখ্যমন্ত্রী মুখ সামনে রাখতে হচ্ছে। বুধবার সকালে মনোনীত প্রার্থীকে নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মোল্লা পাড়ায় প্রচারে যান। মুখ্যমন্ত্রী মনোনীত প্রার্থীকে দেখিয়ে মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এলাকা থেকে তেমন সাড়া না পেলেও মুখ্যমন্ত্রী দাবি করলেন ব্যাপক সাড়া মিলছে বিজেপির। জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। তবে প্রশ্ন হলো মুখ্যমন্ত্রীর দ্বারা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি কতটা মাইলেজ পাবে সেটাই বড় বিষয়। কারন এই কেন্দ্রটি রীতিমতই সবকটি রাজনৈতিক দলের জন্য পাখির চোখ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য