Sunday, January 26, 2025
বাড়িরাজ্যবাড়ি থেকে অপহরণ সিপিআইএম কর্মী, জঙ্গলে আত্মগোপন করে বাড়ি ফিরলেন সকালে

বাড়ি থেকে অপহরণ সিপিআইএম কর্মী, জঙ্গলে আত্মগোপন করে বাড়ি ফিরলেন সকালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : “আবারো ক্ষমতায় ফিরবে সিপিআইএম” বলার অপরাধে রাতের বেলা বাড়ি থেকে অপহরণ সিপিআইএম সমর্থক। চা বাগানে নিয়ে মারধর করে, শেষ পর্যন্ত আত্মগোপন করে প্রাণ বাঁচায় সিপিআইএম সমর্থক অমূল্য দেবনাথ। ঘটনা মঙ্গলবার রাতে রানীবাজার বজনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বাড়িতে প্রবেশ করে অমূল্য দেবনাথকে ঘর থেকে ডেকে বের করে মুখে চাপ দিয়ে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

 বর্ধমান ঠাকুরপাড়ার চা বাগানে নিয়ে অমূল্য দেবনাথকে বেধড়ক মারধর করে এবং দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে বিজেপির কর্মীরা বলে অভিযোগ। পরে অমূল্য দেবনাথ তাদের হাত থেকে কোনক্রমে আত্মরক্ষা করে এক বাড়িতে যায়। সেখান থেকে জঙ্গলের মধ্যে আত্মগোপন করে। সারারাত জঙ্গলে আত্মগোপন করে থাকার পর বুধবার সকালে জঙ্গল থেকে বাড়ি ফিরে যান। পরবর্তী সময় পরিবারের লোকজনেরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। অমূল্য দেবনাথ জানান দুষ্কৃতীদের মধ্যে দুইজনকে চিনতে সক্ষম হয়েছেন। তারা হলো বিপ্লব দেবনাথ এবং প্রণব দেবনাথ। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি। এখন দেখার বিষয় অভিযুক্তদের গ্রেপ্তার করে কতটা সুষ্ঠু তদন্ত করতে পারে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য