Wednesday, January 22, 2025
বাড়িবিশ্ব সংবাদরাস্তায় নেচে ভিডিও পোস্ট, ইরানি যুগলের ১০ বছরের কারাদণ্ড

রাস্তায় নেচে ভিডিও পোস্ট, ইরানি যুগলের ১০ বছরের কারাদণ্ড

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১ ফেব্রুয়ারি: রাস্তায় নেচে তার ভিডিও অনলাইনে পোস্ট করা এক যুগলকে সবমিলিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত।দুজনের বয়সই ২০ এর ঘরে। দুর্নীতি, পতিতাবৃত্তি ও অপপ্রচার উসকে দেওয়ার দায়ে তাদেরকে এ সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনলাইনে পোস্ট করা ভিডিওতে দুই তরুণ-তরুণীকে তেহরানের আজাদি টাওয়ারের সামনে নাচতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।    নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর গড়ে ওঠা ব্যাপক বিক্ষোভে সংশ্লিষ্টদের কড়া সাজা দিয়ে শাসাতে চাইছে ইরানের কর্তৃপক্ষ।ওই যুগল অবশ্য তাদের নাচের সঙ্গে ইরানে চলমান বিক্ষোভের কোনো যোগসূত্র টানেনি।নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই নাচের ভিডিও প্রকাশের পরপরই কর্তৃপক্ষ ওই যুগলকে গ্রেপ্তার করে বলে বিবিসিকে জানিয়েছে একটি সূত্র। ওই দুই তরুণ-তরুণীর অ্যাকাউন্টের মিলিত অনুসারীর সংখ্যা প্রায় ২০ লাখের কাছাকাছি।কঠোর পোশাকবিধি না মানার অভিযোগে গ্রেপ্তার ২২ বছর বয়সী আমিনি গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর ইরানজুড়ে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ গড়ে ওঠে। ইরানের সরকার এই বিক্ষোভকে ‘দাঙ্গা’ বলে অভিহিত করে আসছে। 

২১ বছর বয়সী আস্তিয়াজ হাকিকি ও তার বাগদত্তা ২২ বছর বয়সী আমির মোহাম্মদ আহমাদি ‘দুর্নীতি ও পতিতাবৃত্তিতে উৎসাহ দেওয়া, জাতীয় নিরাপত্তায় বিঘ্ন ঘটানো এবং শাসনকাঠামোর বিরুদ্ধে অপপ্রচারের’ দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানা গেছে।এই দুইজনকে গ্রেপ্তারের আগে নিজেকে ‘ফ্যাশন ডিজাইনার’ হিসেবে পরিচয় দেওয়া হাকিকির পারিবারিক বাড়িতেও কর্তৃপক্ষ অভিযান চালায়।আলাদা আলাদা অভিযোগে একেকজনকে কত বছরের সাজা দেওয়া হয়েছে তা জানা না গেলেও, সব মিলিয়ে তাদেরকে সাড়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।এর পাশাপাশি দুই বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধও করা হয়েছে তাদের; দেশত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এবারের বিক্ষোভকে দেশটির মোল্লাতন্ত্রের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।বিক্ষোভ দমনে দেশটির কর্তৃপক্ষ এরই মধ্যে অস্থিরতায় সংশ্লিষ্ট অনেককে কারাদণ্ডসহ নানান সাজাও দিয়েছে; ডিসেম্বর-জানুয়ারি মিলিয়ে অন্তত ৪ বিক্ষোভকারীর ফাঁসিও কার্যকর করেছে তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য