Saturday, July 27, 2024
বাড়িরাজ্যদুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত

দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপে আগুনে পুড়লো দুটি গাড়ি। ঘটনা আমতলী থানা এলাকার ঈশান চন্দ্রনগরে। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক বাম ছাত্র যুব সংগঠনের সঙ্গে জড়িত ছিল বলে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা বাড়ির পাশে রাখা দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে। প্রতিবেশী এক ব্যক্তি আওয়াজ শুনতে পেয়ে ঘর থেকে বের হয়ে লক্ষ্য করেন বাড়ির পাশে রাখা গাড়িতে আগুন জ্বলছে।

 সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে আসেন  এবং গাড়ির মালিক অরিজিৎ বিশ্বাস ও প্রতিবেশীদের ডেকে তোলেন। আগুনে একটি গাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, অপর একটি গাড়ির আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় মানুষজন। সেই গাড়িটিও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে গাড়ির দুটির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ির মালিক অরিজিৎ বিশ্বাস জানান এলাকায় তার জানা মত কোন শত্রু নেই। তিনি ছাত্র যুব আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই অরিজিৎ বিশ্বাস নামে ওই যুবকের গাড়ি দুটিতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতিকারীরা। ঘটনাকে কেন্দ্র করে ঈশান চন্দ্রনগর এলাকা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের খোঁজে বের করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। এদিকে অগ্নিকাণ্ডে দুটি গাড়ী ভষ্মীভূত হয়ে যাওয়ার খবর পেয়ে সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তী সেখানে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। তিনি এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য