Friday, October 18, 2024
বাড়িরাজ্যগ্রেটার তিপরাল্যান্ডের দাবি অযৌক্তিক বলে দাবি আমরা বাঙালির

গ্রেটার তিপরাল্যান্ডের দাবি অযৌক্তিক বলে দাবি আমরা বাঙালির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : তিপ্রা মথার গ্রেটার তিপরাল্যান্ডের দাবি অযৌক্তিক এবং অন্যায় দাবি। এই দাবি আর বরদাস্ত করা ঠিক নয়। এটা ভেবে চিন্তে যাতে আগামী ১৬ ফেব্রুয়ারি সকলের ভোটাধিকার প্রয়োগ করে। মঙ্গলবার আমরা বাঙালি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল।

 তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলি তিপ্রা মথার সাথে জোটের দাবি করছে। কিন্তু ক্ষমতা দখলের জন্য এই ধরনের জোটের সমর্থন পছন্দ করে না আমরা বাঙালি। কারণ তিপ্রা মথার সাথে জোট হলে রাজ্যের অধিকাংশ মানুষের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। জনগণের কল্যাণে কি করা যায় সেই বিষয়ে দেখা দরকার বলে জানান তিনি। তাই রাজ্যের মানুষ যাতে আমরা বাঙালির মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করে। মূল লক্ষ্য হলো গনতন্ত্র পুনরুদ্ধার করা, মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান সহ সার্বিক বিকাশের। আমরা বাঙালি আসন্ন বিধানসভা নির্বাচনে ২৬ টি আসনে প্রার্থী দিয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন আসন্ন নির্বাচনে বিজেপি’কে পরাস্ত করা হলো মূল লক্ষ্য। কারণ ২০১৮ সালে বিজেপি প্রতিষ্ঠিত হয়ে ১০ ভাগ প্রতিশ্রুতিও পালন করেনি। মানুষের মধ্যে কর্মসংস্থানের অভাব। এবং স্বৈরাচারী শাসন চলছে গোটা রাজ্যে। তাই এই পরিস্থিতি থেকে উত্তরণের আওয়াজ তুলেন গৌরাঙ্গ রুদ্র পাল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য