Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যগণহারে পদত্যাগ তৃণমূল কংগ্রেসে

গণহারে পদত্যাগ তৃণমূল কংগ্রেসে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি :  ঘাস ফুল শিবিরে বড় ধাক্কা। প্রার্থী হওয়া নিয়ে দলের অন্দরে ব্যাপক তোষের আগুন দলের কর্মীদের মধ্যে। দক্ষিণ জেলা ও ব্লকের তৃনমূল কংগ্রেসের পদাধিকারীরা পদত্যাগ করে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। জেলা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রশান্ত সেন জানান, দলের বোঝা হতে চায় না তারা। বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস করার পরেও কর্মীদের উপর আস্থা নেই।

 প্রার্থী করার জন্য বিলোনিয়া, সাব্রুম, রাজনগর সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে যে নামগুলি দেওয়া হয়েছিল সেগুলির মধ্যে কাউকে প্রার্থী করা হয়নি। দক্ষিণ জেলার কার্যকর্তাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করেন নি শীর্ষ নেতৃত্ব। প্রদেশ তৃনমূল কংগ্রেসের সহসভাপতি ত্রিদিব দত্ত পদত্যাগ করে এ বিষয়ে জানান। তিনি আরো জানান, যারা পদত্যাগ করেছেন, তারা আর কোন রাজনীতি দল করবে না। তবে সহানুভূতি নামে সামাজিক সংস্থার মাধ্যমে মানব সেবায় কাজ করবো। কোন দলের সাথে যুক্ত হবে না। নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা হতেই অসন্তোষ তৃনমূল কংগ্রেস কর্মী থেকে শুরু করে নেতৃত্বদের মধ্যে। ক্ষোভে গণহারে পদত্যাগ করলো মঙ্গলবার। দলত্যাগী কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরীকে বিলোনিয়া কেন্দ্রে প্রার্থী করতেই ক্ষুব্দ তৃনমূল কংগ্রেস নেতৃত্বরা। পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সহ সভাপতি ত্রিদিব দত্ত, দক্ষিণ জেলার জেলা সভাপতি প্রশান্ত সেন, জেলা নেতৃত্ব কাজল বনিক সহ একঝাঁক নেতৃত্ব। নির্বাচনের প্রাক মুহূর্ত এভাবে দল ত্যাগের ঘটনা  নির্বাচনে কতটুকু প্রভাব পড়ে এখন সেটাই দেখার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য