স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : ভোটের মুখেও চোরের হাত থেকে রেহাই মিলছে না স্মার্ট সিটির মানুষের। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়েও চলছে চোরের আনাগোনা। সোমবার দিন দুপুরে আগরতলা প্যালেস কমপাউন্ড স্থিত হিমগ্ন চক্রবর্তী বাড়িতে থাবা বসায় চোরের দল। এলাকাবাসীর তৎপরতায় আটক হয় দুই চোর। হিমগ্ন চক্রবর্তী একজন পুলিশ অফিসার।
তার বাড়িতে এদিন দুপুরে নাগাদ দুই চোর প্রবেশ করে গ্রীল ভাঙার চেষ্টা করে। তখন স্থানীয়রা গ্রীল ভাঙার শব্দ শুনে বাড়ির সামনে ছুটে যায়। দেওয়াল টপকে দেখে বাড়িতে দুই চোর প্রবেশ করেছে। তারপর দুই চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পশ্চিম থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ছুটে আসলে অভিযুক্ত দুই চোরকে তুলে দেওয়া হয়। এলাকায় এ ধরনের ঘটনা আগেও একাধিকবার সংঘটিত হয়েছে। এদিন এলাকাবাসীর সজাগ দৃষ্টির কারণে দুই চোর আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ অভিযুক্ত দুই চোরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এখন দেখার পুলিশ সুষ্ঠু তদন্ত করে মূল মাস্টারমাইন্ডকে জালে তুলতে সক্ষম হয় কিনা।