Thursday, April 25, 2024
বাড়িরাজ্যমহাত্মা গান্ধীর শহীদদান দিবস উদযাপন

মহাত্মা গান্ধীর শহীদদান দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর শহীদ দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উত্তোলন করা হয় পতাকা। এদিন অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস নেতা হরে কৃষ্ণ ভৌমিক জানান, আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৬ তম মৃত্যু দিবস। মহাত্মা গান্ধী সারা বিশ্বকে অহিংসার বার্তা দিয়েছিলেন।

তাই মহাত্মা গান্ধীর শহীদ দিবস যথাযথ মর্যাদা সাথে পালন হচ্ছে। এবং তার আদর্শ প্রতি সারা ভারতবর্ষের মানুষকে জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান হরে কৃষ্ণ ভৌমিক। আরো বলেন গান্ধীজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশবাসীর মধ্যে কংগ্রেস অহিংসা এবং একতা চায়। যারা গান্ধীজীকে হত্যা করেছে তারা আজও দেশের মধ্যে রয়েছে। মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। এর বিরুদ্ধে কংগ্রেসের লড়াই আগামী দিনে অব্যাহত থাকবে। কারণ কংগ্রেস মহাত্মা গান্ধীর নীতি আদর্শ সমর্থন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য