Saturday, July 27, 2024
বাড়িরাজ্য৭ রামনগর কেন্দ্রের মনোনীত নির্দল প্রার্থী দাখিল করলেন মনোনয়ন পত্র

৭ রামনগর কেন্দ্রের মনোনীত নির্দল প্রার্থী দাখিল করলেন মনোনয়ন পত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : বামফ্রন্ট সমর্থিত নির্দল তথা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মনোনীত প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন সোমবার সকালে মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি ৭ রামনগর বিধানসভা কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন। কের চৌমুহনী এলাকা থেকে এক সুবিশাল মিছিল সংঘটিত করে সদর মহকুমা শাসক অফিসে মনোনয়ন করতে দাখিল করতে যান তিনি।

 মনোনীত প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন অতিরিক্ত সদর মহকুমা শাসক বি দাসের কাছে মনোনয়ন পত্রটি তুলে দেন। মনোনয়ন দাখিলের মিছিলে এদিন বৃহৎ অংশে আইনজীবীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্রটি দাখিল করার পর নির্দলের মনোনীত প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র পুনজ্জীবিত করা এবং আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা করার বিষয়টি জনগণের সামনে তুলে ধরা হয়। এবং তিনি এলাকা থেকে মনোনীত প্রার্থী হয়ে মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন। সব অংশের মানুষ পাশে এসে দাঁড়াচ্ছেন বলে দাবি করেন তিনি। তিনি আরো জানান কংগ্রেস, সিপিআইএম সহ সমস্ত গণতান্ত্রিক দলের কাছ থেকে সমর্থন মিলছে। কারণ গত পাঁচ বছর ধরে নৈরাজ্য চলছে। সংবিধান কাজ করছে না। তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে এর থেকে এবার মুক্তি করে ছাড়বে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য