Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যসরকারি বঞ্চনার অভিযোগ তুলে ধরলেন সর্বশিক্ষার শিক্ষকরা

সরকারি বঞ্চনার অভিযোগ তুলে ধরলেন সর্বশিক্ষার শিক্ষকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি :  ভোটের মুখেও হতাশ সর্বশিক্ষা প্রকল্পের কর্মরত শিক্ষকরা। দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেলেও নিয়মিতকরণের জন্য ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার টেট এর অজুহাত দেখিয়ে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করেনি।

 তাতে ক্ষোভ প্রকাশ  করেছে ত্রিপুরা এস এস এ শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের রাজ্য সম্পাদক সজল দেব জানান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরন এবং পেনশনের অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করেনি। ফলে সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। অনতিবিলম্বে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়মিতকরণের জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব এবং শিক্ষা অধিকর্তার কাছে  দাবি জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য