Saturday, February 8, 2025
বাড়িরাজ্য২৪ বারের অধিক রক্তদাতাদের সংবর্ধনা

২৪ বারের অধিক রক্তদাতাদের সংবর্ধনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : রক্তদাতাদের মধ্যে আরো বেশি উৎসাহ আনতে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ পক্ষ থেকে যৌথভাবে কর্মসূচি গ্রহণ করা হয় মঙ্গলবার। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ২৪ বারের অধিক রক্তদাতাদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি ২৪ বারের অধীক রক্তদাতাদের হাতে স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

 পরে তিনি বক্তব্য রেখে বলেন, অস্থির এবং জটিল পরিস্থিতি প্রতিকুলতাকে উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে ছাত্র-যুব ভবনে যারা রক্ত দিতে আসে, তাদের জন্য এটি অত্যন্ত অসাধারণ বিষয়। কারণ বহু রক্তদাতা রয়েছেন যারা রক্ত দিতে আসতে চায় কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আসতে পারে না। আর এ পরিস্থিতির মধ্যে যেসব মানুষ রক্ত দিতে এগিয়ে আসে তাদের সংবর্ধনা জানানোর উদ্যোগ গ্রহণ করার জন্য বাম যুব সংগঠনকে শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা মানিক সরকার। এ ধরনের উদ্যোগ বিগত সরকারের সময় গ্রহন করা হতো, বর্তমানে এই সংবর্ধনার উদ্যোগ বন্ধ হয়ে গেছে। আগামী দিনেও সংবর্ধনা করার জন্য আহ্বান জানান যুব সংগঠনের কাছে বিরোধী দলনেতা। তিনি বলেন রক্তদানে এগিয়ে নিয়ে আসার জন্য মানুষকে উৎসাহ দিতে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

রক্তদাতাদের মধ্যে যেন কখনো অহঙ্কার ভাব না আসে। প্রত্যেক ব্যক্তিকে দায়বদ্ধ মনোভাব নিয়ে রক্তদান শিবিরে এগিয়ে আসতে হবে। যাতে রক্তদাতাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা মানুষের মন থেকে মুছে না যায়। যেকোনো সৎ চিন্তা, সৎ ভাবনার উদ্যোগ নিলেই বর্তমান সময়ে শুরু হয়ে যাচ্ছে রাজনীতির পরিবেশ। এগুলো ঠিক নয়। রক্ত দানের চেয়ে বড় কোন উৎসব পৃথিবীতে নেই। তাই স্কুলের ছাত্র-ছাত্রীদের রক্তদানের প্রতি প্রতি মুগ্ধ করতে বাম ছাত্র যুব সংগঠনগুলিকে স্কুলের সাহসী শিক্ষক শিক্ষিকাদের বুঝাতে হবে। শিক্ষক-শিক্ষিকারা যখন রক্তদানে এগিয়ে আসবে তখন ছাত্রছাত্রীরা ভবিষ্যতের জন্য তারাও উৎসাহিত হবে। পাল্লা দিয়ে ক্লাবগুলোকে দায়িত্ব নিতে হবে রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য। কারণ রক্তদানে কোন রাজনীতি এবং ধর্মীয় কোন দিক থাকে না। মানুষ রাজনীতি এবং ধর্মের উদ্ধে উঠে রক্তদান করতে এগিয়ে আসে। এবং বুঝতে হবে তারা কাউকে খুশি করতে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে না। কিন্তু এই রক্তদান করে মনের প্রসার সুসঙ্গত হয়। শান্তির বাতাবরণ আসে। রক্তদান কর্মসূচী আগামী দিনে প্রসারিত করতে হবে। সরকার উদ্যোগ গ্রহণ না করলেও প্রত্যেক মানুষ ও সংগঠন নিজের দায়বদ্ধতা পালন করতে আহ্বান জানান বিরোধী দলনেতা মানিক সরকার। রক্তদান এই দিনে এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য