স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : মঙ্গলবার সুপারীবাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে জনজাতি কল্যান দপ্তরের উদ্যোগে এককালীন অর্থ নৈতিক সহায়তা প্রকল্প থেকে ২০২০-২১ সালের যোগ্য এস টি ছাত্র ছাত্রীদের শংসাপত্র বিতরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানের সূচনা করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। উপস্থিত ছিলেন জনজাতি কল্যান দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল, অধিকর্তা সঞ্চিতা রায়, সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। এদিন ৮ টি জেলার মোট ৩২১ জনের মধ্যে এই শংসা পত্র বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে পুরুষ ১৬৮ ও মহিলা ১৫৩ জন। মহাবিদ্যালয় ও বিশ্ব বিদ্যালয় স্তরে ককবরক ভাসার উপর শিক্ষা দানের ব্যবস্থা রয়েছে। ২২ জন ককবরক বিষয়ের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রোফেসার নিয়োগ করা হয়েছে। ৫০ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক উত্তীর্ণ বালিকাদের জন্য বিনামূল্যে ভগৎ সিং যুব আবাসে সফটওয়ারের উপর প্রশিক্ষনের ব্যবস্থা করেছে সরকার বলে জানান মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।