স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : ছেলের প্রানঘাতী হামলায় মাঝরাতে বাড়ি ছেড়ে পালিয়ে বাঁচালেন অসহায় মা। পরে অভিযুক্ত ছেলে বাড়ি ঘর ভাঙচুর করে গা ঢাকা দেয়। ঘটনার বিবরনে জানা যায়, আমতলী থানাধীন কাঞ্চনমালা মাধব টিলা এলাকার আলপনা দাসের ছেলে সুব্রত দাস কয়েক বছর ধরে তার গর্ভধারিনী মাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করছে।
কিন্তু তারপরেও তার মা আলপনা দাস মুখ বুঝে সহ্য করে আসছিল, সুব্রত দাসকে এলাকার মানুষ একাধিকবার বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু কারোর কথাই সে শুনতে রাজি ছিল না সুব্রত। এবং প্রতিনিয়ত মানুষের বাড়ি ঘর থেকে চুরির ঘটনা সংগঠিত করতো সে। বর্তমানে সুব্রত দাস তার স্ত্রী নিয়ে এলাকার অন্য এক বাড়িতে বসবাস করছে।
তারপরেও প্রায় সময় তার মা আলপনা দাসের ঘর থেকে দরজা ভেঙ্গে রাবার সিট চুরি করে নিয়ে যায়। অবশেষে বৃহস্পতিবার সুব্রত রাতে তার মায়ের বাড়িতে গিয়ে হঠাৎ তার মা আলপনা দাসকে সুব্রত ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করে, প্রাণ রক্ষার্থে তার মা পালিয়ে গিয়ে রাতে অন্যের বাড়িতে আশ্রয় নেয়। শেষ পর্যন্ত ঘরের বিভিন্ন সামগ্রিক ভাঙচুর করে। শুক্রবার সকালে নির্যাতিতা মা আলপনা দাস আমতলী থানায় খবর দেয়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে গিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করে আসে। পরে আজই নির্যাতিতা আলপনা দাস নিজের প্রাণ রক্ষার্থে বাধ্য হয়ে নিজের পেটের সন্তানের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমতলী থানার পুলিশ আলপনা দাসকে আশ্বস্ত করেছে সুব্রত দাসের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় নির্যাতিতা মা সহ গোটা এলাকার মানুষ অভিযুক্ত ছেলে সুব্রত দাসের কঠোর শাস্তির দাবি জানায়।