Friday, April 19, 2024
বাড়িরাজ্যকংগ্রেস অফিস খোলা নিয়ে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

কংগ্রেস অফিস খোলা নিয়ে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি :  কংগ্রেসের পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা কমলাসাগর বিধানসভার চাম্পামুড়া বাজার এলাকায়। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় কংগ্রেস কর্মীদের অভিযোগ ১৯৮৮ সাল থেকে কংগ্রেস দল চাম্পামুড়া বাজারে দলীয় কাজ পরিচালনা করার জন্য একটি পার্টি অফিস নির্মাণ করে। কিন্তু ২০১৮ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকে চাম্পামুড়া বাজারের কংগ্রেস দলের এই পার্টি অফিসটি আর খুলতে দেওয়া হয়নি।

 বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের দিনে কংগ্রেস নেতা চিত্ত সূত্রধরের নেতৃত্বে স্থানীয় কংগ্রেস কর্মীরা দলীয় অফিসটি খুলে জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে জেলা সভাধিপতির স্বামী সহ চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের নেতৃত্বে স্থানীয় শাসক দলের কর্মীরা কংগ্রেস কর্মীদের বাঁধা দেয়। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। অপরদিকে বিজেপি সিপাহীজলা উত্তরের জেলা সভাপতি তথা এই এলাকার বরিষ্ঠ বিজেপি কর্মী গৌরাঙ্গ ভৌমিক অভিযোগ করেন পঞ্চায়েতের জায়গার উপর নির্মিত। এখানে কংগ্রেস দলের মালিকানাধীন কোনও পার্টি অফিস নেই। পূর্বে কেবলমাত্র নির্বাচন আসলেই বাজারের পল্টু চৌধুরীর দোকান ভিটাতে কংগ্রেস দল ভাড়া নিয়ে দলীয় কাজকর্ম পরিচালনা করত। যেহেতু জায়গাটি পঞ্চায়েতের মালিকানাধীন তাই কোন রাজনৈতিক দলের অফিস হিসেবে ব্যবহার করার জন্য নির্দিষ্ট দপ্তরের অনুমতি থাকা প্রয়োজন এজন্য স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা দলীয় কাজে সরকারি সম্পত্তিকে ব্যবহার করতে নিষেধ করেছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। এলাকায় বিশাল সংখ্যায় মোতায়ন করা হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মী। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিবেশ বিরাজ করছে গোটা এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য