স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : উদয়পুর নবশক্তি সংঘ সংলগ্ন এলাকায় নাকা চেকিং -এর সময় নগদ ছয় লক্ষাধিক টাকা উদ্ধার করতে সক্ষম হয় আরক্ষা দপ্তরের কর্মীরা। জানা যায়, অমরপুর থেকে TR 03 M 0647 নম্বরের একটি মারুতি গাড়ি দিয়ে বিশ্রামগঞ্জে প্রাচার করার চেষ্টা করা হয়েছিল।
গাড়িটি উদয়পুর নব শক্তি ক্লাবে এলাকায় আসতেই নাকা পয়েন্টে চেকিং এর সময় গাড়ি থেকে টাকাগুলি উদ্ধার হয়। নাকা পয়েন্টে থাকা সেক্টর ম্যাজিস্ট্রেট অফিসার টাকাগুলি আটক করে পুলিশকে খবর দেয়। গাড়ির চালকের কাছে এ টাকা গুলির বৈধ কাগজপত্র চাওয়া হলে গাড়ি চালক বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি। পরে পুলিশি টাকাগুলি বাজেয়াপ্ত করেন। পাশাপাশি গাড়ির চালককেও আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।