Friday, March 29, 2024
বাড়িরাজ্যপ্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বিক্রম বাহাদুর জমাতিয়া

প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বিক্রম বাহাদুর জমাতিয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি :  ৭৪তম প্রজাতন্ত্র দিবসের খোয়াই জেলার অনুষ্ঠানটি হয় খোয়াই বিমানবন্দর ময়দানে। এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে  সদ্য ভারত সরকারের ঘোষিত পদ্মশ্রী সম্মানে ভূষিত খোয়াই জেলার বিক্রম বাহাদুর জমাতিয়াকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। বৃহস্পতিবার সকালে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে পদ্মশ্রী সম্মানে ভূষিত বিক্রম বাহাদুর জমাতিয়াকে পুষ্পস্তবক ও  উত্তরীয় পড়িয়ে সম্মান জানান খোয়াই জেলা শাসক ডি কে চাকমা ও জেলা পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ।

পদ্মশ্রী সম্মানিত ভূষিত বিক্রম বাহাদুর জমাতিয়া একান্ত সাক্ষাৎকারে জানান, জনগণের অন্ন বস্ত্র বাসস্থান ও উন্নয়নের দায়িত্ব হচ্ছে সরকারের। আর জনগণের কৃষ্টি সংস্কৃতি ধর্ম ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হচ্ছে সমাজের। এই সমাজের জন্যই কাজ করে যাচ্ছেন বলে জানান। আরো জানান  সমাজসেবা অন্যের শক্তি দিয়ে তিনি করেন না।  নিজের শক্তি দিয়ে সমাজ সেবা করেন। ভারত সরকার এই সম্মানে ভূষিত করেছে। তার জন্য  খুব গর্বিত, আনন্দিত  বলে জানান। ভারত সরকারের এই যে গভীরতার চোখ , প্রকৃত মানুষ চেনার যে চোখ, ভারত সরকারের কাছে যে রয়েছে তার জন্য তিনি গর্বিত বলে জানান। অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও ছিলেন, জেলা পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত জেলাশাসক সুভাষচন্দ্র সাহা, মহকুমা শাসক বিজয় সিনহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সর্বশেষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিমানবন্দর ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য