স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : বৃহস্পতিবার সকালে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত ব্যক্তির। ঘটনা বিশালগড় থানাধীন হরিশ নগর চা বাগান এলাকায়। মৃত ব্যক্তি বয়স আনুমানিক ৬০ উর্ধ্ব। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে এলাকায় ব্যাপক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় মৃত্যু হয়েছে।
কিন্তু ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সাত সকালে সরস্বতী পুজোর দিন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।